বৃদ্ধাকে পাথর দিয়ে থেঁতলে খুন করার পর তাঁর মাংস খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলার সারাধনা গ্রামে।
অভিযুক্তের নাম সুরেন্দ্র ঠাকুর। অভিযুক্ত সুরেন্দ্র মুম্বাইয়ের বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করেছে। জানা গিয়েছে, অতীতে পাগল কুকুর কামড়েছিল সুরেন্দ্রকে। তিনি টিকাও নেননি। চিকিৎসাও করেননি। যার জেরে জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে
এক প্রত্যক্ষদর্শীর দাবি, গত শুক্রবার বছর পয়ষট্টির এক বৃদ্ধা শান্তি দেবী গ্রামের মাঠে গরু চরাতে গিয়েছিলেন। সেই সময়ই অভিযুক্ত যুবক তাঁর উপর হামলা চালান। বৃদ্ধের মাথা পাথর দিয়ে থেঁতলে দেন। ঘটনাস্থলে মহিলার মৃত্যু হলে ওই মৃত মহিলার মাংস কামড়ে ছিঁড়ে খেতে শুরু করে অভিযুক্ত যুবক।