মায়ের লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযোগ, নাবালিকা থাকার সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু প্রাণনাশের ভয়ে জানাতে পারেননি। সৎ বাবার বিরুদ্ধে আদালতের দ্বারস্ত হন মা ও মেয়ে।
সেই মামলায় ৩৯ বছরের অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত আদালতের। পকসো মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে মুম্বইয়ের (Mumbai) বিশেষ আদালত।
ঘটনা সূত্রপাত ২০১৬ সালে। মায়ের সঙ্গে তিনি শিবাজী নগর এলাকায় থাকতেন। অভিযুক্ত ব্যক্তি তাঁদের সঙ্গে থাকতে শুরু করেন। একদিন মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মা। ১৬ বছরের নাবালিকা অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন।
আরও পড়ুন- মাঝরাতের আগুনে বিধ্বস্ত ধানবাদের হাসপাতাল, ঘটনাস্থলেই মৃত ২ চিকিৎসক সহ ৫
কিন্তু ভয়ে সত্যিটা বলতে পারেননি তিনি। পরে মেয়ের কাছে সম্পূর্ণ ঘটনা জানতে পেরে আদালতে যান মা। ডিএনএ বিশেষজ্ঞ, চিকিৎসকদের পরামর্শ ও ৯ জন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত।