প্রেমিকের সঙ্গে স্ত্রীকে পালিয়ে যেতে সাহায্য় করলেন স্বামী। ঘটনাটি মহারাষ্ট্রের বিচকিলা গ্রামে। বিয়ের কয়েকদিন পরই স্ত্রীর প্রেমিকের বিষয়ে জানতে পারেন স্বামী। স্ত্রীকে সুখে রাখতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। এমনকী স্থানীয় থানাতেও ওই মহিলার স্বামী জানিয়েছেন পালিয়ে যাওয়াতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।
জানা গিয়েছে, গত ১০ মে সনোজ কুমার সিংয়ের সঙ্গে বিয়ে হয় প্রিয়ঙ্কা কুমারীর। তাঁরা দুজনেই বিচকিলা গ্রামের বাসিন্দা। কিন্তু বিয়ের কয়েকদিন পর স্বামী সনোজের নজরে আসে তাঁর স্ত্রী অন্য়মনস্ক। এবং তাঁদের মধ্যে সম্পর্কে অবনতি ঘটছিল। তারপর,কোনও সমস্যা হচ্ছে কিনা তা স্ত্রীর কাছে জানতে চান সনোজ।। তখনই প্রিয়ঙ্কা জানান, ওই গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। নাম জীতেন্দ্র। কিন্তু পারিবারিক চাপের জন্য তিনি বাধ্য হয়ে সনোজকে বিয়ে করেছেন।
অখুশি প্রিয়ঙ্কা প্রেমিক জিতেন্দ্রর সঙ্গে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিয়ের ২০ দিনের মাথায় পালিয়ে যাওয়ার সময় প্রিয়ঙ্কা ও জিতেন্দ্রকে ধরে ফেলে গ্রামবাসী এবং স্থানীয় থানায় নিয়ে যায়। তখনই সনোজ জানান, তাঁর সম্মতিতেই প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী প্রিয়ঙ্কা। সঙ্গে তিনি আরও জানিয়েছেন প্রিয়ঙ্কা ফের জিতেন্দ্রকে বিয়ে করবেন।