বাবার কাছে টাকা চাওয়ার অপরাধ। ছেলের দেহ টুকরো টুকরো করে কেটে বিভিন্ন এলাকায় ফেলে দিলেন ৬৫ বছরের বৃদ্ধ। ঘটনাটি গুজরাতের (Gujarat) আহমেদাবাদের। জানা গিয়েছে, ছেলে মাদকাসক্ত ছিল। টাকা চাওয়ায় ছেলেকে খুন করে ওই ব্যক্তি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজস্থানের (Rajasthan) সাওয়াই মাধোপুর জেলায় এক স্টেশনে অওধ এক্সপ্রেস থেকে গ্রেফতার করা করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে নেপাল সীমান্তের দিকে যাচ্ছিল ওই ব্যক্তি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে মাদকাসক্ত ছিল। তা নিয়ে বাবা ও ছেলের প্রায়ই ঝামেলা হত।
আরও পড়ুন: বহরমপুর থানায় জোরাল বিস্ফোরণ, জখম ৩ পুলিশকর্মী
অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) প্রেমবীর সিং জানিয়েছেন, বাবা নীলেশ জোশীর থেকে টাকা চেয়েছিল ছেলে স্বয়ম জোশী। তা দিতে অস্বীকার করে নীলেশ। এ নিয়েই এদিন দুজনের মধ্যে ঝামেলা বাধে। ছেলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ছেলেকে খুন করার পর, ছটি টুকরো করে বস্তায় দেহ ভরেন ওই ব্যক্তি। আমেদাবাদের বাসনা ও এলিস সেতু এলাকায় ওই দেহ ফেলে আসে নীলেশ। ওই বস্তা উদ্ধার হলেই অভিযোগ দায়ের করা হয়। তদন্ত প্রকাশ্যে আসে।