হাড় হিম করা ঘটনা! লিভ-ইন সঙ্গীকে খুন করে দেহ ৩৫ টুকরো করার অভিযোগে দিল্লিতে গ্রেফতার এক ব্যক্তি। সঙ্গীর দেহের প্রতিটি টুকরো দিল্লির এক এক জায়গায় ফেলে রেখেছিল সেই ব্যক্তি।
এনডিটিভি-র প্রতিবেদন বলছে, মৃতার নাম শ্রদ্ধা, বয়স ২৬। আফতাফ আমিন পুনাওয়ালার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন শ্রদ্ধা। মাস ছয়েক আগে ১৮ মে, দুজনের মধ্যে অশান্তি হয়। শ্রদ্ধাকে খুন করে তার দেহ ৩৫ টা টুকরো করে ফেলে আফতাফ। তারপর সে সব সংরক্ষণের জন্য একটি ফ্রিজ কেনে আফতাফ। খুনের পর ১৮ দিন নিজের ঘরের ফ্রিজেই রাখা ছিল প্রেমিকার দেহের সব টুকরো। তারপর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় সেসব। রোজ রাত দুটোর শ্রদ্ধার দেহের টুকরো নিয়ে বাড়ি থেকে বেরতো আফতাফ।
বেশ কয়েদিন শ্রদ্ধাকে ফোনে না পেয়ে ফ্ল্যাটে গিয়ে শ্রদ্ধার বাবা দেখেন, ফ্ল্যাট তালা বন্ধ। তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। ৮ নভেম্বর অপহরণের অভিযোগ নথিভুক্ত করেন। তারপরই আফতাফকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রদ্ধার দেহের টুকরোগুলির খোঁজ চলছে।