২০ বছর বয়সী এক তরুণীকে খুন করার অভিযোগ উঠল তাঁর বয়ফ্রেন্ডের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। অভিযুক্তনের নাম আশিক। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, চেন্নাই শহরের একটি হোটেলে নিয়ে গিয়ে খুন করে সে।
তরুণীর বান্ধবীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ছাত্রী। তারপর হঠাৎ করে আশিকের হোয়াটসঅ্য়াপ স্টেটাসে বান্ধবীর ছবি দেখতে পান তাঁরা। খবর দেন পুলিশে। পুলিশ আশিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই খুনের কথা স্বীকার করে সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশিক এবং ওই যুবতি লিভ ইন সম্পর্কে ছিল। কিন্তু কয়েকদিন ধরে তাঁদের মধ্যে মতের অমিল হচ্ছিল। এবং সেকারণে ঝগড়াও হচ্ছিল। সেকারণেই খুন করেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।