বিয়ের ১৫ বছর পর স্ত্রীকে হঠাৎ পর্ন অভিনেত্রী (Porn Actress) বলে সন্দেহ শুরু। শেষ পর্যন্ত সন্দেহের বশে ছুরি দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামী। ঘটনাটি বেঙ্গালুরুর (Bengaluru) কাছে রামনগরের। খুনে অভিযুক্ত ব্যক্তির নাম জাহির পাশা। বয়স ৪০। সে পেশায় অটোচালক। জাহিরের স্ত্রী মুবিনার বয়স ছিল ৩৫।
জানা গিয়েছে, ২ মাস আগে একটি পর্ন ছবি দেখার পর থেকে মুবিনাকে সন্দেহ শুরু করে স্বামী জাহির। তাঁদের পাঁচ সন্তানও আছে। কিন্তু সন্দেহ শুরু হওয়ার পর স্ত্রীকে নিয়মিত অত্যাচার শুরু করে জাহির। শনিবার মুবিনাকে মৃত অবস্থায় উদ্ধার করেন মুবিনার বাবা। কাছেই বাড়ি তাঁর। মা-কে মারধরের খবর দাদুর কাছে পৌঁছে দেয় মুবিনার বড় ছেলে। খবর পেয়ে মেয়ের বাড়িতে এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন মুবিনার বাবা ঘোষ পাশা।
আরও পড়ুন: বিমান যাত্রীদের জন্য সুখবর, এবার থেকে আর বাধ্যতামূলক নয় আরটিপিসিআর টেস্ট
পুলিশ সূত্রে খবর, মুবিনার বাবা জানিয়েছেন, এর আগেও বহুবার স্ত্রীকে মারধর করত জাহির। বেশ কিছুদিন আগে একটি পারিবারিক অনুষ্ঠানেও স্ত্রীর গায়ে হাত তোলে সে। তখনই প্রকাশ্যে স্ত্রীকে পর্ন ছবিতে অভিনয় করার কথা তোলে জাহির।