বিমার টাকা(Insurance Amount) হাতাতে লোক ভাড়া করে নিজের স্ত্রীকে মেরে ফেললেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে(Rajasthan Murder News)। অভিযুক্ত মহেশ চাঁদের স্ত্রী শালু বাইকে করে মন্দিরে যাওয়ার পথে মারা যান। বাইকচালক শালুর খুড়তুতো ভাই দুর্ঘটনায় গুরুতর জখম হন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনার(Fake Road Accident) রূপ দেওয়া হলেও পুলিশি তদন্তে জানা যায়, মৃতার নামে থাকা বিমার ২ কোটি টাকা হাতাতেই এই কাণ্ড ঘটায় মহেশ চাঁদ।
জানা যায়, বিমার চুক্তি অনুযায়ী শালুর স্বাভাবিক মৃত্যু হলে ২ কোটি এবং পথ দুর্ঘটনায় মৃত্যু হলে ১কোটি ৯০লক্ষ টাকা পাওয়া যাবে। এই বিপুল অঙ্কের টাকার কথায় মাথা ঘুরে যায় স্বামী মহেশ চাঁদের(Rajasthan Murder News)। এরপরেই স্ত্রীকে খুন করতে আগাম ৫ লক্ষ টাকা দিয়ে মুকেশ সিং রাঠোর নামক এক ব্যক্তিকে ভাড়া(Hired Killer) করে অভিযুক্ত মহেশ চাঁদ।
আরও পড়ুন- Viral Wedding dance: হাতে ধরা প্রয়াত বাবার ছবি, আলিয়া ভাটের গানের সঙ্গে নেচে ভাইরাল পাক তরুণী
পরবর্তীতে নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোয় মহেশ। শালুকে জানানো হয়, ঠাকুরের কাছে স্বামীর মানত পূরণ করতে তাঁকে টানা ১১ দিন মন্দিরে(Rajasthan Temple) গিয়ে যেতে হবে। তবে শর্ত ছিল, এই কথা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। মহেশ জানিয়েছিল, তার কথা মানলে শালুকে নিজের কাছে এনে রাখবে সে। কারণ ২০১৯ সালের পর থেকে গার্হস্থ্য হিংসার অভিযোগে বাবার বাড়ি থাকতেন শালু।
স্বামীর কথা মেনে নিয়ে খুড়তুতো ভাই রাজুর বাইকে(Bike Accident) চড়ে মন্দিরে যাওয়া শুরু করেন শালু। গত ৫ অক্টোবর ভোর ৪টে ৪৫ নাগাদ মন্দিরে যাওয়ার পথেই বাইকের পিছনে ধাক্কা মারে মুকেশের এসইউভি(SUV Car-Bika Accident)। ঘটনাস্থলেই মারা যান মহেশ চাঁদের স্ত্রী।