প্লেনে একসঙ্গে যাত্রা করছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কলকাতার ব্যবসায়ী অক্ষয় সাতনলিওয়ালা। তখনই একটি পেপার ন্যাপকিনে লিখে রেলমন্ত্রীর কাছে একটি বিজনেস আইডিয়া শেয়ার করেছিলেন অক্ষয়। তাঁর সেই ভাবনা মনে ধরেছিল রেলমন্ত্রীর। এরপর কলকাতায় পূর্ব রেলের হেড কোয়ার্টারে ওই ব্যবসায়ীকে ডেকে পাঠালেন রেলকর্তারা। হল বিস্তারিত আলোচনা।
Shiv Sena Leader Shot Dead: ফেসবুক লাইভ চলাকালীন শিবসেনা নেতাকে গুলি করে খুন, আত্মঘাতী আততায়ীও
অক্ষয় কঠিন বর্জ্য পুনর্নবীকরণ বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবসা করেন। কঠিন বর্জ্য ছত্তিশগড়ের রায়পুর ও ওড়িশার রাজগঞ্জপুরসহ বিভিন্ন ক্লাস্টার এলাকায় পাঠান। কিন্তু সড়কপথে পাঠানোয় খরচ বাড়ে। তিনি তাই রেলপথে পরিবহনের কথা ভেবেছিলেন।
গত ২ ফেব্রুয়ারি রেলমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে দিল্লি যাচ্ছিলেন অক্ষয়। ন্যাপকিনে লিখে নিজের বিজনেস আইডিয়া রেলমন্ত্রীর সঙ্গে শেয়ার করেন তিনি। সঙ্গে পেপার ন্যাপকিন ছাড়া তখন কিছুই ছিল না। তাতেই বিজনেস আইডিয়া লেখেন অক্ষয়। তিনি লেখেন, এই প্রস্তাবে ভারতীয় রেলওয়ে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের অংশ হতে পারে। বিকল্প জ্বালানি ও কাঁচামালের সরবরাহ করেই তা সম্ভব হতে পারে।