এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। বহু প্রচলিত এই প্রবাদ যে কত সত্যি, আরও একবার প্রমাণিত হল। বিবাহবিচ্ছেদের পর আবার বিয়ে হয়, আকছার হয়, কিন্তু বিচ্ছিন্ন হওয়া স্বামীস্ত্রীরই আবার বিয়ে হয়, শোনেননি তো? সেটাই হয়েছে।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা। বিনয় জয়সওয়াল এবং তাঁর স্ত্রী বিয়ে করেছিলেন ২০১২ সালের ডিসেম্বরে। গোটা ঘটনা ফেসবুক পোস্টে শেয়ার করে বিনয় জানিয়েছেন, সবকিছু ভালোই চলছিল। ধীরে ধীরে নিজেদের মধ্যে অশান্তি শুরু হতে থাকে। বাড়তে থাকে দূরত্ব। অবশেষে ২০১৮ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দম্পতি।
আচমকা হার্ট অ্যাটাক হয় বিনয়ের। সেই খবর পান বিনয়ের প্রাক্তন স্ত্রী। ছুটে আসেন বিনয়ের কাছে। ক্রমশ তাঁদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব একটু একটু করে কমতে থাকে। বিনয়ের ওপেনহার্ট সার্জারি থেকে হাসপাতালের সিসিইউ, সেখান থেকে বাড়ি ফিরে আসা, পুরোটা সময়ে সবচেয়ে বেশি কাছে যিনি ছিলেন, তিনি বিনয়ের প্রাক্তন স্ত্রী।
বাকি জীবনটা আবার একসঙ্গে কাটানোর অঙ্গীকার নিলেন দুজন। হার্ট অ্যাটাকই ফের জুড়ে দিল দুটি মন।