ত্রিপুরার মুখ্যমন্ত্রী (Tripura CM) হিসেবে মানিক সাহার (Manik Saha) উপরেই আস্থা রাখল বিজেপি (BJP) । দ্বিতীয়বার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন মানিকবাবু । ত্রিপুরায় বিজেপির নির্বাচিত বিধায়কদের বৈঠকে তাঁকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হল। ত্রিপুরার শাসকদলের পরিষদীয় দলনেতা হিসেবেও তাঁকে নির্বাচিত করা হয়েছে । ৮ মার্চ তাঁর শপথগ্রহণ রয়েছে ।
জানা গিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠান হবে স্বামী বিবেকানন্দ ময়দানে । সেখানে উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । এছাড়াও নিমন্ত্রণ জানানো হয়েছে বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের । উল্লেখ্য, বিধানসভা নির্বাচনেও মানিক সাহা ৮০০ ভোটের ব্যবধানে কংগ্রেসের আশীষ কুমারকে পরাজিত করেছেন।
আরও পড়ুন, World Trade Centre: আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা খুলবে কলকাতায়, জানালেন মুখ্যমন্ত্রী
ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার দৌঁড়ে নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও । জল্পনা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দেশ দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেতে পারে । তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মানিক সাহাকেই সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী করা হচ্ছে । উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে, বিধানসভা নির্বাচনের মাত্র দশ মাস আগে বিপ্লব দেবকে সরিয়ে এই পদে আনা হয়েছিল মানিক সাহাকে । আরও একবার তাঁর উপরই আস্থা রাখল বিজেপি ।