বছরের শুরুতেই ফের উত্তপ্ত মণিপুর। নতুন করে উত্তেজনা ছড়াল রাজ্যজুড়ে। ফের কারফিউ জারি করা হয়েছে। জানা গিয়েছে, থৌবাল জেলায় লিলং এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তিন জনের। ঘটনায় আহত হয়েছেন প্রায় পাঁচজন। এরপরেই মোট পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে হঠাৎ করে আক্রমণ চালায় কয়েকজন দুষ্কৃতী। তাদের প্রত্যেকের কাছেই অস্ত্র ছিল। এবং তারা গুলি চালাতে শুরু করে। সেসময়ই তিনজনের মৃত্যু হয়। বেশ কয়েকটি গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে খবর।