গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির জামিন হল না। বুধবার দিল্লির আদালতে তাঁকে পেশ করে ইডি। আপাতত ৫ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস এভিনিউ কোর্ট। মঙ্গলবার রাতে দীর্ঘ জেরার পর মণীশকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার আদালতে তাঁর দাবি, তিনি শুধু দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, তাঁর সদ্য অস্ত্রোপচার হয়েছে বলেও আদালতে জানান মণীশের আইনজীবী। কিন্তু আদালতের কাছে ধোপে টেঁকেনি তাঁর কোনও যুক্তি।
মঙ্গলবার দিল্লিতে তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরার পর সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে দাবি করা হয়েছে, এদিন অনুব্রতর মুখোমুখি বসিয়েই জেরা করা হয় মণীশকে। তাঁর বয়ানে অনেক অসঙ্গতি পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে দাবি।
আরও পড়ুন- Kaustav Bagchi: আপাতত কোনও পদক্ষেপ নয়, কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ হাই কোর্টের