জগন্নাথ ধাম পুরীতে (Puri) ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)। বুধবার রাতে সেখানকার এক শপিং কমপ্লেক্সে আগুন লাগে বলেই খবর। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ন’টার দিকে গ্র্যান্ড রোডের মারিচিকোট চকের লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সের একতলার এক পোশাকের দোকানে আগুন লাগে। সেই আগুন দ্রুত গ্রাস করে নেয় গোটা কমপ্লেক্স। শপিং কমপ্লেক্সের ৪০টি দোকানের মধ্যে বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই খবর। প্রাথমিকভাবে শপিং কমপ্লেক্সের ছাদে আটকে থাকা তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন দমকল কর্মীরা(fire brigade)। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এখনও কত সময় লাগবে, তা স্পষ্ট করে জানাতে পারেনি দমকল বিভাগ।
পাশাপাশি, ওই শপিং কমপ্লেক্সের পাশের এক হোটেল থেকে প্রায় ১০৬ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাঁরা প্রত্যেকেই নাসিকের বাসিন্দা বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন- Shantanu Banerjee: বাড়িতে প্রার্থীদের তালিকা উদ্ধার, ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির