বছরের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের নাসিকে(Nasik Fire Update)। সেখানকার মুণ্ডেগাঁও গ্রামে জিন্দলদের(Fire in Jindal's Factory) এক কারখানার বয়লার ফেটে আগুন ধরে যায় রবিবার। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় কারখানা(Maharastra Fire Update) চত্বর। স্থানীয়দের মতে, সকাল ১১টা নাগাদ বয়লার বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। দমকলের একাধিক ইঞ্জিন এখনও ওই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলেই খবর। এখনও বহু শ্রমিক কারখানার ভেতর আটকে রয়েছেন বলেই খবর।
দমকল সূত্রে খবর, আপাতত ১১ জন শ্রমিককে কারখানা(Fire in Jindal's Factory) থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু শ্রমিক আটকে রয়েছেন কারখানার ভিতর। তবে ঠিক কী কারণে বয়লার(Maharastra Fire Update) ফেটে আগুন লাগল, তা নিয়ে এখনও অন্ধকারে দমকলের আধিকারিকরা। তাঁদের তরফে সর্বতোভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।