লাগাতার বৃষ্টির জেরে ফের ধস উত্তরাখন্ডে। উত্তরাখন্ডের পিথোরাগড়ের ধারাচুলায় শুক্রবার আচমকাই ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তাওয়াঘাট লিপুলেখ সড়কের নাগঞ্জের কাছে হঠাৎ করে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে যায়। তবে এই ভূমিধসে কোনও প্রাণহানি ঘটেনি বলেই খবর। তবে আকস্মিক এই ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন প্রায় ৪০ জন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে আচমকা ওই ধস নামে। সে সময় সেখানে কেউ উপস্থিত থাকলে অবধারিতভাবে প্রাণহানির সম্ভাবনা থাকত। এক ব্যাক্তির করা ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, নাগঞ্জের কাছে হঠাৎ করে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে যায়। ওই অংশটি গড়াতে গড়াতে প্রচন্ড জোরে এসে পড়ে রাস্তায়। ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
পাশাপাশি, উত্তরকাশীর গঙ্গোত্রী ধাম ফেরত ৪০০ তীর্থযাত্রীও ধসের জেরে কারণে আটকা পড়েন। তবে তাঁদের আপাতত নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। এই তীর্থযাত্রীরা মূলত রাজস্থানের ভিলওয়াড়া, আজমীর এলাকার বাসিন্দা। আপাতত ওই যাত্রীরা সকলেই নিরাপদে আছেন বলেই খবর। ধসের জেরে বৃহস্পতিবার রাত থেকে যাত্রীরা আটকে পড়েছিলেন মাঝ-রাস্তায়।