অঙ্কের প্র্যাকটিকালে খারাপ নম্বর। গাছে বেঁধে অঙ্কের স্যারকে পেটালো (Teacher Beaten) ক্লাস নাইনের ছাত্ররা। গত সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলায় (Dumka District)। ঘটনার সময় এক ছাত্র মোবাইল থেকে ভিডিয়ো করে। তাকে বলতে শোনা যায়, এই ভিডিয়ো ভাইরাল (Viral Video) করে দেওয়া হবে। ৫৯ সেকেন্ডের সেই ভিডিয়ো সত্যিই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুমকা জেলার তপশিলি উপজাতি সরকারি অধিকৃত এক বিদ্যালয়ে ক্লাস নাইনের অঙ্ক পরীক্ষায় ১১ জন ছাত্র পাশ করতে পারেনি। মোট ৩২ জন ছাত্র ছিল। ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের রেজাল্ট প্রকাশ হওয়ার পরই স্কুলে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম সুমন কুমার। সঙ্গে ছিলেন স্কুলের ক্লার্ক সোনেরাম চাউরে। কোমরে দড়ি পরিয়ে ওই শিক্ষককে গাছে বাঁধে ছাত্ররা। তারপর বেধড়ক মারধর করে। খবর পেয়ে সেখানে যায় গোপীকান্দার থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রদের বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি।
আরও পড়ুন: কলকাতা 'নিরাপদ শহর'-এর তকমা পেতেই অমিত শাহকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
থানার ইনচার্জ নিত্যানন্দ ভক্ত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, , স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। ওই শিক্ষক ও ক্লার্কও পুলিশের কাছে মুখ খুলতে চাননি।