এমবিএ চায়ওয়ালা নতুন শুনছেন না নিশ্চয়ই! দেশের নানা শহরে এখন বেশ জনপ্রিয় ব্র্যান্ড এটি। তো, এই এমবিএ চা-ওয়ালা প্রফুল্ল বিল্লোর অনেকের মতোই প্রিয়াঙ্কারও রোল মডেল। ব্যাস। পাটনা মহিলা কলেজের পাশেই ছোট্ট একটা চা গুমটি খুলে ফেলেছেন প্রিয়াঙ্কা গুপ্তা। প্রিয়াঙ্কা গুপ্তারও শিক্ষাগত যোগ্যতা এমবিএ পাশ। ২৪ বছরের প্রিয়াঙ্কা গুপ্তের ধ্যান-জ্ঞান এখন এই ছোট্ট চায়ের দোকান।
কিন্তু চাকরি না করে কেন হঠাৎ এই পেশায় এলেন তিনি। নেপথ্যের গল্পটা বেশ যন্ত্রণার। একাধিকবার ব্যাঙ্ক পরীক্ষার বসেও মেলেনি চাকরি। ফলে একপ্রকার বাধ্য হয়েই বেছে নিয়েছেন এই পেশা। তবে কোনও কাজকেই ছোট মনে করেননা প্রিয়াঙ্কা। নিজের 'চায়ওয়ালি' পরিচয়েই বেশ আত্মবিশ্বাসী সে।
আরও পড়ুন- Atk Mohun Bagan : উইলিয়ামসের হ্যাটট্রিক, এএফসি কাপে মূল পর্বে এটিকে-মোহনবাগান
উল্লেখ্য, প্রিয়াঙ্কা কিন্তু ঐতিহ্যবাহী ফ্যাশনে চা বিক্রিতে বিশ্বাস করেন না, এই কারণেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন চায়ের দোকান ঘুরে তাঁর বিক্রির পদ্ধতিতে বেশকিছু পরিবর্তন করেছিলেন। তাঁর চায়ের দোকানে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে, প্রফুল্ল বিল্লোরের বেশ কিছু মনোমুগ্ধকর কথা ব্যবহার করেন প্রিয়াঙ্কা।