হাত পুড়ছে লঙ্কা , টোম্যাটো, আদার মতো নিত্য প্রয়োজনীয় সবজির দামে। এমতাবস্থায়, জনপ্রিয় সংস্থা ম্যাকডোনাল্ড ঘোষণা করেছে সাময়িকভাবে তাঁদের মেন্যু থেকে বাদ পড়ছে টোম্যাটো। ৭ জুলাই জারি করা একটি বিবৃতিতে, ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া জানিয়েছে মৌসুমী সমস্যার কারণে আপাতত খাবারে টোম্যাটো ব্যবহার বন্ধ করা হচ্ছে।
World Chocolate Day-Recipe: অভিমান ভাঙাতে চকোলেট কফি, আজ শিখুন ফ্রুট অ্যান্ড নাটস চকলেটের রেসিপি
সারাদেশে টোম্যাটোর দাম দ্রুত বাড়ছে। দিল্লিতে ১৪০ টাকা প্রতি কিলোগ্রামে বেড়েছে এবং মুম্বাইতে প্রতি কিলোগ্রাম ১৫০ টাকা অতিক্রম করেছে।আবার, কিছু শহরে টোম্যাটো প্রতি কেজি ২০০ টাকা ছাড়িয়ে গেছে