ফের ইতিহাস গড়ল ভারতীয় সেনা (Indian Army)। সিয়াচেন হিমবাহের (Siachen Glacier) সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে নিযুক্ত হলেন ক্যাপ্টেন শিবা চৌহান Shiva Chauhan) । ভারতীয় সেনায় সিয়াচেনে মোতায়েন হওয়া তিনিই প্রথম মহিলা অফিসার । ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের অফিসিয়াল টুইটারে ঘোষণা করা হয়েছে ।
দুর্গম হিমবাহ অঞ্চলে প্রথম মহিলা অফিসারের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । কোনও ছবিতে বরফে মোড়া দুর্গম অঞ্চলে একা শিবাকে দেখা গিয়েছে । আবার কোনও ছবিতে ক্যাপ্টেন শিব সহ ১০ জন সেনা জওয়ানকে দেখা গিয়েছে । পিছনে তেরঙা পতাকা । মঙ্গলবার সিয়াচেনে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শিবা । তার আগে এক মাস ধরে টানা কঠিন প্রশিক্ষণের মধ্যে ছিলেন তিনি । তারপরই তাঁকে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় ।
আরও পড়ুন, Air India Flight : মদ্যপ অবস্থায় বৃদ্ধার গায়ে প্রস্রাব ! বিমানে অশ্লীল আচরণের অভিযোগ যুবকের বিরুদ্ধে
কে ক্যাপ্টেন শিবা ?
রাজস্থানে জন্ম । বাবা নেই, মা অনেক কষ্টে তাঁকে বড় করে তুলেছেন । রাজস্থানের এনজেআর ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন । সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাঁর পড়াশোনা । পরে ভারতীয় সেনায় যোগ দেন ।