রাজ্যের বকেয়া চেয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার রাজ্যকে পাল্টা চাপে ফেলতে কেন্দ্রীয় বাহিনীর বকেয়া টাকা চেয়ে নবান্নে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
জানা গিয়েছে, রাজ্যে আইনশৃঙ্খলা হেতু মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জন্য বকেয়া থাকায় মূল অর্থের উপর জরিমানা ধার্য করেছে কেন্দ্র। ফলে এখন রাজ্যের থেকে প্রায় ১৮৫২ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে খবর, তাঁদের কাছে এই বিষয়ে বিপুল অর্থ বকেয়া রয়েছে রাজ্যের। কিন্তু সেই অর্থ মেটানোর বদলে তাঁরা তা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে বলেই কেন্দ্রের অভিযোগ।
আরও পড়ুন- World's Richest Cities: লন্ডন-নিউইয়র্কের সঙ্গে পাল্লা! বিশ্বের ধনী শহরের তালিকায় কলকাতা
অন্যদিকে, নবান্নের দাবি, রাজ্য নিজে থেকে কেন্দ্রীয় বাহিনী চায়নি। কারও না কারও সুপারিশে তা এসেছে। ফলে তৃণমূল সরকারের মতে, রাজ্যের ঘাড়ে এই খরচ চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়।