প্রথমে চার নাবালক, তারপর প্রধান শিক্ষক, নাবালিকাকে ধর্ষণের (Gang Rape) অভিযোগ ৫ জনের বিরুদ্ধে।
বিহারের (Bihar) কাইমুল জেলার ঘটনা। নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল চার নাবালকের বিরুদ্ধে। ওই চারজন পালিয়ে যাওয়ার পর সেখানে যান স্কুলের প্রধান শিক্ষক (Head Master)। নির্যাতিতা ভেবেছিলেন, তাঁকে বাঁচাতেই এসছেন প্রধান শিক্ষক। কিন্তু ধর্ষণের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধেও।
Kashmir Files-IFFI: 'অশ্লীল প্রোপ্যাগান্ডা', 'কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য IFFI-র জুরি সভাপতির
গত শনিবার নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করার পর শনিবারই ৫৫ বছর বয়সি ওই প্রধান শিক্ষক ও এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ির বাইরে বেরিয়েছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। সেই সময় জোর করে চার নাবালক একটি নির্জন জায়গায় নিয়ে যায়। এদের মধ্যে দু’জন ছাত্রীর সহপাঠী। এর পর, চার নাবালক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই দৃশ্য দেখতে পান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে দেখেই চার নাবালক চম্পট দেয়, কিন্তু, অভিযোগ, এর পর ওই শিক্ষকও তাকে ধর্ষণ করে।
নাবালিকাকে উদ্ধার করেছেন বলেই পরিবারকে জানান তিনি। কিন্তু শিক্ষক চলে যাওয়ার পর গোটা ঘটনাটি পরিবারকে জানায় নাবালিকা। এর পরই পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার।