পর্যটনে আরও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। গঙ্গা বিলাসের পর 'টেন্ট সিটি' (Tent City) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বারাণসীতে তীর্থযাত্রীদের মূল গন্তব্য কাশী বিশ্বনাথের মন্দির। তার সন্নিকটেই গড়ে উঠল টেন্ট সিটি। এই বিলাসবহুল টেন্টগুলি মূলত ভারতীয় ও বিদেশি পর্যটকদের কথা ভেবেই তৈরি করা হয়েছে।
বিলাসবহুল টেন্ট সিটিতে কী নেই! জিম, স্পা, সুইমিং পুল থেকে শুরু করে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন। ২ ধরণের প্যাকেজ রয়েছে টেন্ট সিটিতে। প্রথমটি, ১ রাত ২ দিনের ও দ্বিতীয়টি ২ রাত ৩ দিনের। এছাড়া গঙ্গার অবস্থান অনুযায়ী বিভিন্ন টেন্টের দাম আলাদা আলাদা ধার্য করা হয়েছে। চারটির ক্ষেত্রে খরচ চার রকম।
১ রাত ২ দিন টেন্ট সিটিতে থাকতে খরচ পড়বে মাথাপিছু ৭৫০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত। আর ২ রাত ৩ দিনের জন্য খরচ হতে পারে জন প্রতি ১৫,০০০ থেকে ৪০,০০০ পর্যন্ত। অফিশিয়াল ওয়েবসাইটে করা যাবে বুকিং। টেন্ট সিটি খোলা থাকবে অক্টোবর থেকে পরের বছর জুন অবধি।