ফের চিনা যোগে ভারতে নিষিদ্ধ ২০০ এর বেশি অ্যাপ। ওই অ্যাপগুলির উপর নজরদারি চালিয়েই ড্রাগনের দেশে ডিজিটাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিল ভারত। অভিযোগ ওই অ্যাপগুলি ভারতীয়দের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। রবিবার চিনা ২০০ টিরও বেশি অ্যাপ নিষিদ্ধের কথা নিশ্চিত করা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রকের তরফে।
প্রায় ২৩০ টি অ্যাপ ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে অ্যাপগুলি ‘ব্লক’ করা হয়েছে, তাদের মধ্যে ১৩৮ টি বেটিং অ্যাপ ও ৯৪ টি ঋণদানকারী অ্যাপ রয়েছে। এর আগেও চিনা অ্যাপে দাপট রুখতে বন্ধ করা হয়েছিল টিকটক থেকে উইচ্যাট, হ্যালো থেকে আলিবাবা ওয়ার্কবেঞ্চ, ক্যামকার্ড এর মতো অ্যাপগুলিকেও। চিন ভারতের তিক্ত সম্পর্কের প্রভাব এই ডিজিটাল স্ট্রাইক, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।