বিদেশে আপাতত গম রফতানি(Wheat Exporting) বন্ধের সিদ্ধান্ত নিল মোদী সরকার। শুক্রবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রমাগত মূল্যবৃদ্ধির জেরে এই কঠোর সিদ্ধান্ত কেন্দ্রের(India Govt.)।
জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি(Price Hike), গমের বাজার(World Wheat Market) সংক্রান্ত নানা বিষয় সামনে আসার পর রফতানিতে রাশ টানছে সরকার। ইউক্রেনে(Ukraine Crisis) রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন(Ukraine)। ইউরোপে গম সরবরাহকারী দেশগুলির মধ্যে বড় বাজার দখল করে এই দেশ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে অন্যান্য পণ্যের সঙ্গে গম রফতানিতেও(Wheat Exporting) রাশ টেনেছে জেলেনস্কির দেশ। এর ফলে সঙ্কট বেড়েছে।
আরও পড়ুন- Delhi Fire Update : দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার ২, শোকপ্রকাশ মোদী-মমতার
অন্য দিকে, এশিয়া তথা বিশ্বে অন্যতম গম উৎপাদনকারী দেশ ভারত(Wheat Market in India)। সম্প্রতি আফগানিস্তানে(Afghanistan) বিশাল পরিমাণ গম রফতানি করেছে ভারত। তা ছাড়াও রয়েছে বাংলাদেশ(Bangladesh)। শুধু ২০২১-’২২ অর্থবর্ষে ৭০ লক্ষ টন গম উৎপাদন করেছে ভারত। তার মধ্যে ৫০ শতাংশই রফতানি হয়েছে শেখ হাসিনার(Sheikh Hasina) দেশে।
বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের ঘোষণা, বিশ্ববাজারে গমের ঘাটতির(Wheat Crisis) দিকে নজর রেখে আপাতত রফতানি বন্ধ করা হচ্ছে। পরে পরিস্থিতি বিচার করে আবার রফতানির সিদ্ধান্ত নেওয়া হবে।