মামলা একাধিক। কিন্ত গত এক দশকে দোষী সাব্যস্ত মাত্র ২৩। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্য়েই ইডি সম্পর্কে এই রিপোর্ট খোদ কেন্দ্রের। সংসদেই এই তথ্য় দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরীর দেওয়া এই তথ্য়কেই এখন হাতিয়ার করছে বিরোধীরা।
গত শনিবার স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি মামলা ইডি গ্রেফতার করেছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। তারপর থেকে রাজ্য রাজনীতি তো বটেই এমনকী দেশের রাজনীতিও এই ঘটনায় সরগরম। এই পরিস্থিতি এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গত ১৭ বছরে আর্থিক দুর্নীতির অভিযোগে মোট ৫,৪২২টি মামলা করেছে ইডি। কিন্তু এতগুলি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ২৩ জন।
সংসদে তিনি জানিয়েছেন, গত ১০ বছরে আর্থিক তছরুপ বিরোধী আইনে সবচেয়ে বেশি মামলা হয়েছে। মন্ত্রী জানান, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আর্থিক তছরুপ বিরোধী আইনে মোট ৫,৪২২টি মামলা করেছে ইডি। প্রায় ১,০৪,৭০২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৯৯২টি মামলায় চার্জশিট দাখিলের ফলে ওই ২৩ জন অভিযুক্তের কাছ থেকে মোট ৮৬৯.৩১ কোটি টাকা উদ্ধার করা গিয়েছে।
আরও পড়ুন: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার ভবিষ্যৎ কী
২০০২ সালে ভারতে আর্থিক তছরুপ বিরোধী আইন কার্যকর করা হয়েছিল। যদিও এই আইন কার্যকরের পর একাধিক সংশোধনী হয়েছে।