রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার জন্য কড়া নিরাপত্তা দিল্লিজুড়ে। ৯ এবং ১০ তারিখ অর্থাৎ রবি এবং সোমবার দিল্লিতে নো-ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন।
নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করার ফলে প্যারাগ্লাইডিং, প্যারা মোটরস, মাইক্রোলাইট এয়ারক্রাফ্ট, রিমোট পাইলট এয়ারক্রাফ্ট ইত্যাদি ব্যবহার করলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। এবং ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। যদিও বিমান চলাচলে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
Read More- 'আর ভবিষ্যদ্বাণী করব না'...ভুল স্বীকার করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর
শুধু আকাশে নয়, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন চত্বর এবং রাজধানীর একাধিক এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি, বোম স্কোয়াড, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।