গোয়ায় বেড়াতে নিয়ে গিয়েছিলেন ছেলেকে। সেখানেই চার বছরের ছেলেকে খুন করে সুইকেটের মধ্যে দেহ পুড়ে চেষ্টা করেছিলেন পালানোর। কিন্তু শেষরক্ষা হল না। ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল বেঙ্গালুরুর ৩৯ বছরের সূচনা শেঠকে। সোমবারের এই ঘটনায় কর্নাটক পুলিশ আটক করেছে একটি ট্যাক্সিকে। এই গাড়িতেই ছেলের দেহ নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন মহিলা।
পুলিশ জানিয়েছে, সোমবার তাঁর ঘর পরিষ্কার করতে গিয়ে রক্তের ছাপ দেখতে পান হোটেল কর্মীরা। খবর যায় পুলিশে। সিসি ফুটেজে দেখা যায়, হোটেল থেকে বেরনোর সময় মহিলার সঙ্গে ছেলে নেই। তখনই সন্দেহ হয়। ট্যাক্সির নম্বর উদ্ধার করে ওই গাড়িকে চিত্রদূর্গে আটক করা হয়। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে সুইকেট বন্দি ওই শিশুর দেহ।
বেঙ্গালুরুর এক সংস্থায় সিইও পদে চাকরি করেন ওই মহিলা। কিন্তু কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক জেরায় ওই মহিলা পুলিশকে জানায়, তাঁর ছেলেকে ফতোদরায় এক বন্ধুর বাড়িতে রেখে এসেছেন। কিন্তু তল্লাশির পর পর্দা ফাঁস হয়ে যায়। বিস্তারিত জানতে পুলিশ মহিলাকে জেরা করছে।