সন্তান ফেরানোর জন্য কুর্নিস। শিশুকে কাছে পেয়ে বন দফতরকে কুর্নিস এক মা হাতির। সেই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। নিজের এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করেছেন আইএএস সুপ্রিয়া সাহু।
সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে ছোট একটি জলাশয়ে পড়ে গিয়েছিল ছোট্ট হাতি। পোলাচ্চি অঞ্চলে ওই জলাশয় থেকে সন্তানকে উদ্ধারে অনেক চেষ্টা করেছিল মা। শেষ পর্যন্ত বন দফতরের একটি দল গিয়ে ছোট্ট হাতিকে উদ্ধার করেন।
নিজের এক্স হ্যান্ডেলে সুপ্রিয়া বন দফতরের কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ওই শিশু শাবককে উদ্ধার করা হয়েছে। সন্তানকে কাছে পেয়ে বন দফতরের কর্মীদের কুর্নিশ জানিয়েছে মা হাতিও।