৪২ বছর বয়সী মা ও ২৪ বছর বয়সী ছেলের কীর্তিতে হতবাক সকলে। কেরলের মলপ্পুরম নিবাসী এই মা-ছেলে এক সঙ্গে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের (Kerala PSC exam) পরীক্ষায় পা সকরেছেন।
ছেলে যখন দ্বাদশ শ্রেণীতে পড়ত, তখন থেকে সে তাঁর মাকে পড়াশোনায় উৎসাহ (Mother-son duo passed in Kerala PSC) দিতে শুরু করে৷ ছেলের উৎসাহেই এই সময় তিনি ফের বই পড়া শুরু করেন। এভাবে পড়তেই পড়তেই তিনি কেরলের পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) পরীক্ষার জন্য (Kerala PSC exam) প্রস্তুত হওয়ার জন্য নিজেকে অনুপ্রাণিত করেন। পরে মা-ছেলে দুজনেই পিএসসি পরীক্ষায় পাস করার জন্য একসঙ্গে কোচিংয়ে যোগ দেন।
আরও পড়ুন: বৃহস্পতিতেই আদালতে তোলা হতে পারে অনুব্রতকে, হেফাজতে নেওয়ার আবেদন করবে সিবিআই
৯ বছরের প্রস্তুতিতে বিন্দু ও তাঁর ছেলে (Mother-son duo) বিবেক সরকারি চাকরি পাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। লোয়ার ডিভিশন ক্লার্ক পরীক্ষায় গোটা রাজ্যে বিন্দু ৩৮ র্যাঙ্ক করেছেন অন্যদিকে তাঁর ছেলে এলজিএস পরীক্ষায় ৯২ নম্বর স্থানে রয়েছেন। এর আগে এলজিএসের জন্য দু’বার এবং এলডিসির জন্য ১ বার পরীক্ষায় বসেছিলেন বিন্দু। শেষমেশ চতুর্থ চেষ্টা সাফল্য পান তিনি।
এএনআইকে এক সাক্ষাৎকারে ছেলে বিবেক বলেন, ‘‘আমি আর মা একসঙ্গে প্রশিক্ষণ নিতাম। বাবা আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আমরা দু’জনেই একসঙ্গে পড়াশোনা করেছি। তবে কখনও ভাবিনি যে, আমরা একসঙ্গে এই পরীক্ষায় উত্তীর্ণ হব। আমরা দু’জনেই খুব খুশি।’’