ভোটের দায় বড় দায়! সেই দায় মেটাতে পর্বতকেও পৌঁছে যেতে হয় মহম্মদের ঘরের দোরগোড়ায়! মধ্যপ্রদেশ নির্বাচনের আগে আদিবাসী যুবকের গায়ে বিজেপি নেতার প্রস্রাবের ঘটনায় তুমুল বিতর্কের আবহের মধ্যেই বৃহস্পতিবার ওই আদিবাসী যুবকের সঙ্গে দেখা করলেন স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নিজে হাতে তাঁর পা ধুয়ে দিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমাও চাইলেন। দশমত রাওয়াত নামের ওই যুবককে 'সুদামা' বলেও সম্বোধন করেন শিবরাজ। তারপর বলেন, "দশমত, তুমি এখন থেকে আমার বন্ধু"। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন মানবকল্যাণ প্রকল্পের সুবিধা তিনি ঠিকভাবে পাচ্ছেন কি না, সে কথাও জানতে চান শিবরাজ।
উল্লেখ্য, সিগারেট খেতে খেতে এক ব্যক্তি প্রস্রাব করছেন মাটিতে বসে থাকা আদিবাসী যুবকের গায়ে। মধ্যপ্রদেশের এই ভিডিয়ো ভাইরাল হতেই গোটা দেশ জুড়েই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। প্রবেশ শুক্লা নামের ওই অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতারও করা হয়েছিল জাতীয় সুরক্ষা আইনে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল অভিযুক্ত বিজেপি নেতার বাড়ি। যদিও, তবে অভিযুক্তের পরিবারের দাবি ছিল, নির্বাচনের আগে পুরনো ভিডিয়োকে হাতিয়ার করে অযথা ফাঁসানো হচ্ছে বিজেপি নেতাকে।