যেখানে দু’বেলা দুমুঠো খাবার জোটাতেই হিমসিম খেতে হয়, সেখানে জুতো কেনা তো বিলাসিতা! প্রখর গরমে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে দেশ। কিন্তু যাঁদের রাস্তাই ঘর, তাঁদের অবস্থা ভেবে দেখেছেন? সম্প্রতি এমনই করুণ ছবি ধরা পড়েছে এক চিত্র সাংবাদিকের ক্যামেরায়। পা রাখা যাচ্ছে না পিচে, এদিকে জুতো কেনার সামর্থ্যও নেই। তাই বাচ্চাদের পায়ে পলিথিন বেঁধে দিয়েছেন মা। মায়ের কোলে এক সন্তান, দুই সন্তান তাঁর আঁচল ধরে দাঁড়িয়ে। মধ্যপ্রদেশের এই ছবি চোখে জল এনেছে নেটিজেনদের।
জানা গিয়েছে, ২১ মে মধ্যপ্রদেশের শেওপুরের এক রাস্তায় দুপুরের দিকে রুক্ষ্মিণী নামের সেই মহিলাকে তাঁর তিন সন্তানের সঙ্গে দেখা যায়। চিত্র সাংবাদিক ইনশাফ কুরেশির চোখে পড়তেই তিনি এই দৃশ্য ক্যামেরা বন্দি করেন। তাঁদের জুতো কেনার জন্য অর্থ সাহায্যও করেছেন ওই সাংবাদিক।