এনসিইআরটি বা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং পরিচালিত স্কুলগুলির দ্বাদশ শ্রেণিতে পাঠ্য ইতিহাস বই থেকে বাদ দেওয়া হল মুঘল সাম্রাজ্যের গোটা অধ্যায়টিই। যদিও, এনসিইআরটি'র দাবি, এই সিদ্ধান্তের পিছনে কোনও 'রাজনৈতিক অভিসন্ধি' নেই।
এনসিইআরটি'র সচিব দীনেশ প্রসাদ সাকলানি বলেন, কোভিডের কারণে প্রথাগত পড়াশোনা থেকে বহুদিনই দূরে থাকতে বাধ্য হয়েছিল পড়ুয়ারা। সেই কথা মাথায় রেখেই তাদের ওপর থেকে চাপ কম করার সিদ্ধান্তের ফল সিলেবাসটা 'হালকা' করা হয়েছে। গত বছরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোনও মতাদর্শের ওপর কোপের অভিপ্রায়ে এই পরিবর্তন হয়নি বলেও সাফ জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি, ইতিহাস বই থেকে মুঘল সাম্রাজ্যের গোটা অধ্যায়ই বাদ দিয়ে দিয়েছে এনসিইআরটি। দেশের যে সমস্ত স্কুলে এনসিইআরটি-র পাঠ্যক্রম মেনে পড়ানো হয়, সেখানে ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ পড়বে মুঘল সাম্রাজ্যের অধ্যায়। আর সেই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক।