২৪ ঘণ্টা কাটতে না কাটতে মুকেশ অম্বানিকে ফের খুনের হুমকির অভিযোগ । এবার ২০ কোটি নয়, ২০০ কোটি দাবি করা হয়েছে । সেইসঙ্গে মেলে বলা হয়েছে, টাকা না পেলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যানের মৃত্যু এবার অবধারিত । অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, এবারও একই অ্যাকাউন্ট থেকে মেল করা হয়েছে মুকেশ অম্বানিকে । পুলিশ তদন্তে নেমে জানতে পারে, প্রথম যে অ্যাকাউন্ট থেকে মেল আসে, সেটি আসলে সাদাব খান নামে এক ব্যক্তির । কিন্তু, অভিযুক্তের পুরোপুরি নাগাল পাওয়ার আগেই আবারও ওই অ্যাকাউন্ট থেকে হুমকি বার্তা আসে । পুলিশ সূত্রে খবর, ইমেলে বলা হয়েছে, "আগের পাঠানো ইমেলের কোনও উত্তর পাইনি। তাই টাকার পরিমাণ এ বার ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হল। যদি এই টাকা না পাই, তা হলে মুকেশ অম্বানির মৃত্যু অবধারিত।"