মুকেশ আম্বানির ছেলের বিয়ে। তার প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে গুজরাতের জামনগর জুড়ে সাজো-সাজো রব। কে নেই অতিথি তালিকায়! রিহানা থেকে ইভাঙ্কা ট্রাম্প, শাহরুখ খান থেকে রামচরণ, রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা সহ বলিউডের প্রায় সমস্ত প্রথম সারির তারকাই উপস্থিত এই চাঁদের হাটে। এবার, এই বিয়ের আসরের আকর্ষণ আরও বাড়িয়ে দিলেন স্বয়ং মুকেশ ও নীতা আম্বানি। ছেলের বিয়ে উপলক্ষে দুজনে নাচলেন চিরাচরিত প্রেমের গান 'প্যায়ার হুয়া ইকরার হুয়া'র সঙ্গে।
সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল অচিরেই। ভাইরাল হওয়ার পর তার প্রতিক্রিয়ায় ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিলেন মুগ্ধ নেটিজেনরা।
ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছেন বিশ্ব ও ভারতের বরেণ্য সেলিব্রিটিরা।
উল্লেখ্য, অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠান উপলক্ষে পা রেখেই গুজরাতি খানাপিনায় মজেছেন পশ্চিমী দুনিয়ার সঙ্গীতশিল্পীরা।