ভারতীয় রাজনীতিতে ইন্দ্রপতন। প্রয়াত হলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ ৮২ বছর বয়সে প্রয়াত হলেন জাতীয় রাজনীতির 'নেতাজি'। বর্ণময় এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়ম। রাজনীতিতেও সক্রিয় ছিলেন না। সমাজবাদী পার্টির হাল ধরেছিলেন ছেলে অখিলেশ। গুরুতর অসুস্থ মুলায়ম ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। বৃহস্পতিবারই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তিনবারের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা সংকটজনক। জীবনদায়ী ঔষধ দেওয়া হচ্ছে তাঁকে, কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না।
গত সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি করা হয় মুলায়মকে। কিন্তু গত কয়েকদিন ধরে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। রবিবার পরিস্থিতির অবনতি হয়। তখন মুলায়মকে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। গত অগাস্ট মাস থেকেই গুরুতর অসুস্থ ছিলেন মুলায়ম।
চলতি বছরের জুলাই মাসে মারা যান মুলায়মের স্ত্রী সাধনা গুপ্ত। তার কিছুদিনের মধ্যেই চলে গেলেন মুলায়মও।