স্টার্ট আপ সংস্থা যে কতরকমের হতে পারে, তা দিল্লির প্রগতি ময়দানে না এলে বিশ্বাসই করা যাবে না। সেই সব স্টার্ট আপ সংস্থার ভিড়েই নজর কাড়ল একটি স্টল। অন্ত্যেষ্টিক্রিয়ার পরিষেবা দেওয়া স্টার্টআপ, হ্যাঁ অবিশ্বাস্য হলেও এমনই বিজ্ঞাপন দিয়ে আপাতত ভাইরাল মুম্বইয়ের সংস্থা ‘সুখান্ত ফিউনেরাল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড’। ফলে স্বভাবতই বিষয়টি বুঝতে ওই স্টলেই ভিড় জমাচ্ছেন অধিকাংশ দর্শক।
সংস্থার তরফে প্রচার করা হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়া করতে তারা ৩৮ হাজার টাকা করে নেবে। এর মধ্যে আচার-অনুষ্ঠানের আয়োজন করা ছাড়াও পুরোহিত, নাপিত, শবদেহ বহনের জন্যও লোক সরবরাহ দাবি করেছে তারা। এমনকি এককালীন দেওয়া ওই টাকাতেই মিলবে অস্থি বিসর্জনের সুবিধাও।
আরও পড়ুন- Aindrila-Sabyasachi: এও যেন এক ঐন্দ্রিলা-সব্যসাচী, মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর অসমের বিটুপনের
তবে শুনতে অবাক লাগলেও ইতিমধ্যেই এই ব্যবসায় ৫০ লক্ষ টাকা লাভের মুখ দেখেছে সংস্থা। তাই এই স্টার্ট আপ ব্যবসা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও লক্ষ্মীর মুখ দেখবে বলেই মত সংস্থার। কিন্তু কেউ কেউ যেমন ওই সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, তেমনই আবার অধিকাংশ মানুষই মৃত্যুকে বাণিজ্যিকীকরণ করার জন্য সমালোচনার তীরে বিদ্ধ করেছেন ‘সুখান্ত ফিউনেরাল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড’-কে।