ক্রমেই ঘনিয়ে আসছে গ্লোবাল ওয়ার্মিং (Global Warming)। বিজ্ঞানীদের আগাম সতর্কতা এবার বাস্তবে পরিণত হতে পারে। দ্রুত হারে গলছে বরফ। বিশেষজ্ঞরা জানালেন, প্রতি বছর ধীর লয়ে ডুবছে বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলি। আর সেই তালিকায় আছে ভারতের বাণিজ্যনগরী মুম্বইও (Mumbai)। প্রতি বছর গড়ে ২ মিলিমিটার করে ডুবছে এই শহর।
জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স- (Geophysical Research Letters) এই নামে একটি জার্নাল (Journal) বেরোয়। সেখানকার গবেষণাপত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মুম্বইকে নিয়েই। বলা হয়েছে, জনসংখ্যার হিসেবে বিশ্বের সপ্তম স্থানে আছে মুম্বই। এখানে বাস করেন ২ কোটি মানুষ। শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ দ্রুত ডুবে যাচ্ছে। গবেষকরা জানাচ্ছেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাপ্ত তথ্যে মুম্বই সম্পর্কে এমনই ইঙ্গিতই পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: পাইকারি মুদ্রাস্ফীতিতে দেশে সর্বকালীন রেকর্ড, সূচক ১৫.৮৮ শতাংশ
গবেষণাপত্র থেকে জানা গিয়েছে, মোট ৯৯টি শহরের ওপরে এই গবেষণা চালান হয়েছে। সবথেকে ভয়ঙ্কর অবস্থা তিয়ানজিনের। প্রতি বছর ৫.২ সেন্টিমিটার করে জলের তলার চলে যাচ্ছে এই শহর। তালিকায় আছে জাকার্তা, সাংহাই, হো চি মিন ও হানোইয়ের মতো শহরও।