একজন যাত্রী ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে লাইনে পড়ে গিয়েছিলেন। তাঁকে উদ্ধার করতে একজন নয়, ছুটে এলেন কয়েকশো যাত্রী। সরিয়ে ফেলার চেষ্টা করা হল আস্ত একটা লোকাল ট্রেন। সুস্থ ভাবে উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। এই ঘটনার ভিডিয়ো মুহূর্তের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সহযাত্রীদের এহেন মানবিক রূপ দেখে রীতিমতো উচ্ছ্বসিত নেটপাড়া।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বাসা স্টেশনে। বুধবার বিকেলে ওই স্টেশনে ট্রেন লাইনের চাকার পাশে আটকে গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে রীতিমতো দক্ষযজ্ঞ। নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেছেন প্রায় কয়েকশো যাত্রী। যা মাত্র ৪১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ দেখলেই বোঝা যায়।
আরও পড়ুন - এক টেবিলে কমপক্ষে দশটা ল্যান্ডফোন, কেমন হয় স্টেশনকর্তার জীবন, ভাইরাল ছবি
অনেকেই এই ভিডিয়োটি দেখার পর জানতে চেয়েছেন লোকটি আদৌ বেঁচে রয়েছেন কি না। জানা গিয়েছে সামান্যই চোট লেগেছে ওই ব্যক্তির। প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। যাত্রীদের এমন মানবিক রূপ প্রশংসায় নেটিজনরা।