মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সমন পাঠাল মুম্বইয়ের একটি আদালত (Mumbai Court)। আগামী ২ মার্চ হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সংগীত (National Anthem) অবমাননার অভিযোগ দায়ের হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতেই তাঁকে সমন পাঠানো হয়েছে।
গত ডিসেম্বরে মুম্বইয়ে (Mumbai) নরিম্যান পয়েন্টের এক প্রেক্ষাগৃহে গীতিকার জাভেদ আখতার-সহ একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে করেছিলেন তৃণমূল নেত্রী (Tmc suprimo)। বৈঠকের পরেই তাঁর বিরুদ্ধে উঠেছিল, জাতীয় সঙ্গীতের (National Anthem) অবমাননার অভিযোগ।
মুম্বই বিজেপির সভাপতি বিবেকানন্দ গুপ্তার অভিযোগ ছিল, জাতীয় সঙ্গীত গাইতে গাইতে মাঝপথে থামিয়ে সভা ছেড়েছিলেন মমতা। এই অভিযোগের ভিত্তিতেই কাফে প্যারেড থানায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করে মুম্বই বিজেপি। একইসঙ্গে মামলা করা হয় মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট কোর্টে (Metropolitan court) ।
আরও পড়ুন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা
মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। বিচারক পি আই মোকাশি, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট ফুটেজে দেখা গিয়েছে জাতীয় সংগীতের মাঝপথে তা থামিয়ে সভা ছাড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা জাতীয় সঙ্গীতের অবমাননা বলেই মনে করছে আদালত। তবে আদালত এও জানিয়েছে, ওই সভায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়েছিলেন তৃণমূল নেত্রী হিসাবে। তবুও, প্রাথমিক ভাবে তিনি জাতীয় সংগীতের অবমাননা করেছেন বলেই মনে করছে আদালত।