মাত্র পাঁচ আগে ভারতে স্বাধীনতা উদযাপিত হয়েছে। তারমধ্যে ফের বড়সড় জঙ্গি হামলার হুমকি। টার্গেট এবারও সেই মুম্বই। শনিবার সকালে মুম্বই পুলিশ একটি হুমকি বার্তা পেয়েছে বলেই সংবাদসংস্থা সূত্রে খবর। মুম্বই পুলিশের দাবি, ট্রাফির কন্ট্রোলের হোয়াটসঅ্য়াপে এই বার্তা দেওয়া হয়। মূলত ২৬/১১-এর ধাঁচে এই হামলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি বার্তায় লেখা হয়েছে, ২৬/১১-এর মতো করে ফের মুম্বইয়ে হামলা হবে। এই হামলা হবে ওসামা বিন লাদেন, আজমল কাসাভ এবং আয়মান আল-জাওয়াহিরির খুনের বদলা হিসেবে। ওই হুমকি বার্তায় ছয় জন হামলাকারী থাকবে বলেও দাবি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
দিন কয়েক আগেই মহারাষ্ট্রের রায়গড় থেকে একটি বন্দুক-সহ বোট উদ্ধার করেছিল পুলিশ। পরে জানা গিয়েছিল, বন্দুক ও বোট এক অস্ট্রেলীয় বাসিন্দারা। তবে এটা এখনও জানা যায়নি, কেন তিনি একে-ফোরটি সেভেন বন্দুক নিয়ে ওই বোটে রায়গড় এসেছিলেন।