প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে মুম্বইয়ের রেস্তোরাঁয় ভয়াবহ আগুন। রাতভর দাউদাউ করে জ্বলেছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। মাঝরাতে আগুন লাগলেও, শুক্রবার সকালেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হতাহতের ঘটনা না ঘটলেও, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাত ২টো নাগাদ মুম্বইয়ের কামাঠিপুরায় গ্রান্ট রোডের একটি নামি রেস্তোরাঁয় আগুন লাগে। রেস্তোরাঁর ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে।
বর্তমানে মোট ১২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। গোটা রেস্তারাঁতেই আগুন ছড়িয়ে পড়েছে। ছাদেও আগুন পৌঁছে যায়। দমকলের বিশেষ ল্যাডারে করে কর্মীরা উপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন।