জেলের ভিতর থেকেই ফেসবুকে লাইভ করার অভিযোগ উঠল খুনের ঘটনায় এক অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলী সেন্ট্রাল জেলে। অভিযুক্তের নাম আসিফ। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
কী রয়েছে ভিডিওতে?
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে ২ মিনিটের একটি লাইভ ভিডিও করেছেন অভিযুক্ত যুবক। আসিফকে বলতে শোনা গিয়েছে, "মনে হচ্ছে আমি যেন স্বর্গে রয়েছি। খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসব। আমার জন্য চিন্তা করার দরকার নেই।" এছাড়াও লাইভে বিভিন্ন কমেন্টের জবাবও দিয়েছেন তিনি।
DIG কী জানিয়েছেন?
এপ্রসঙ্গে উত্তরপ্রদেশের DIG (কারা) কুন্তল কিশোর জানিয়েছেন, পুরো বিষয়টি তাঁদের নজরে এসেছে। কীভাবে ওই অভিযুক্ত এই ঘটনা ঘটালো তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, ২০১৯ সালের ২ ডিসেম্বর একটি খুনের ঘটনায় অভিযুক্ত আসিফ। তিনি রাকেশ যাদব নামে এক ঠিকাদারকে খুন করেছেন বলে অভিযোগ।