আদালতে খুনের কথা স্বীকার করল আফতাব । শ্রদ্ধাকে রাগের মাথায় খুন করেছে বলেও জানায় সে। মঙ্গলবার দিল্লি আদালতে একথা জানায় আফতাব আমিন পুনাওয়ালা। তার এই বয়ানে তদন্ত গতি পাবে বলেই মত দিল্লি পুলিশের।
শ্রদ্ধা হত্যাকণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য পাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই মেহরৌলির জঙ্গল থেকে উদ্ধার হওয়া মৃতদেহের খুলির একাংশ, কাটা কব্জি, হাঁটুর অংশকে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই পুলিশের হাতে এসেছে নয়া তথ্য। জানা গিয়েছে, শ্রদ্ধা 'রুট ক্যানাল' পদ্ধতিতে দাঁতের চিকিৎসা করিয়েছিলেন। চিকিৎসকের থেকে শ্রদ্ধার চোয়ালের ছবি নিয়ে এসেছেন তদন্তকারীরা। মেহরৌলির জঙ্গল থেকে উদ্ধার হওয়া ওইসব দেহাংশের সঙ্গে শ্রদ্ধার দাঁতের মিল পাওয়া গেলে তদন্ত সাফল্য পাবে বলেই মত তদন্তকারীদের।
আরও পড়ুন- Covid-19 : বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য কোভিড-বিধি শিথিল, ঘোষণা বিমানমন্ত্রকের
খুনের সময় আফতাবের ব্যবহার করা বিভিন্ন যন্ত্রের খোঁজ নিতে সেই দোকানেও যায় পুলিশ। দোকানদারের কথায়, অভিযুক্ত হাতুড়ি, করাত, পেরেক-সহ আরও বেশ কিছু জিনিস কিনেছিল। এরপর জেরার মুখে ১৮ মে ওই দোকান থেকে বিভিন্ন যন্ত্রপাতি কেনার কথা স্বীকার করে নেয় আফতাব।