Karnataka Hijab Controversy: হিজাব বিতর্কে মুখ খুললেন কর্নাটকের ছাত্রী, হিন্দু বন্ধুদের পাশে থাকার দাবি

Updated : Feb 09, 2022 13:35
|
Editorji News Desk

Karnataka Hijab Controversy: পাঁচ রাজ্যের ঠিক ভোটের আগে হিজাব বিতর্কে এখন তোলপাড় দেশের রাজনীতি। দাবি করা হচ্ছে, কর্নাটকের সীমানা পেরিয়ে এই বিতর্ক এখন মধ্যপ্রদেশ ও পুদুচেরিতেও। কারণ, ইতিমধ্যে মধ্যপ্রদেশ সরকারও সিদ্ধান্ত নিয়েছে স্কুল-কলেজে হিজাব বন্ধ করা হবে। বিজেপি (BJP) শাসিত আরেকটি রাজ্যের এই সিদ্ধান্তে স্বভাবতই হতবাক রাজনৈতিক মহল। 

এরমধ্যেই বুধবার হিজাব বিতর্কে মুখ খুললেন কর্নাটকের মাণ্ড্য কলেজের (Mandya College in Karnataka) পড়ুয়া মুসকান (Muskan)। মঙ্গলবার এই কলেজের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়। যার সত্যতা অবশ্য যাচাই করা হয়নি। যেখানে দেখা গিয়েছে, হিজাব পরিহিতা এক মুসলিম কন্যাকে লক্ষ করে 'জয় শ্রীরাম' স্লোগান দিতে। মেয়েটিও পাল্টা 'আল্লা হু আকবর' বলে চিৎকার করছেন।  এই ভিডিও এখন ভাইরাল। 

আরও পড়ুন: 'ভয়াবহ' হিজাব বিতর্কে মুখ খুললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই

এদিন সংবাদ সংস্থাকে মুসকান বলেছেন, "কলেজে ঢোকার সময়েই আমাকে বাধা দিয়ে জিজ্ঞাসা করা হয়, কেন বোরখা (Burqa) পরে এসেছি? তারপরই আমাকে উদ্দেশ্য করে 'জয় শ্রী রাম' স্লোগান দেওয়া শুরু হয়। আমিও তাই 'আল্লা হু আকবর' বলে পাল্টা স্লোগান দিতে থাকি"। তাঁর দাবি, উপস্থিত গেরুয়া উত্তরীয় পরিহিতদের কয়েক জনকে তিনি চিনতে পেরেছিলেন। কারণ তাঁরাও মুসকানের সহপাঠী। তবে বেশির ভাগই বহিরাগত। মুসকান জানিয়েছেন, পড়াশোনা করাই তাঁর অগ্রাধিকার। তাঁর কথায়, ‘‘ওঁরা আমাদের পড়াশোনা করার অধিকারটাই ছিনিয়ে নিতে চায়, এক টুকরো কাপড়ের জন্য!’’

মুসকান বলেন, ‘‘গত সপ্তাহ থেকে এটা শুরু হয়েছে। আমি বরাবরই বোরখা আর হিজাব পরতে অভ্যস্ত। ক্লাসে বোরখা খুলে হিজাব পরে নিই। হিজাব এখন যেন আমার অঙ্গ হয়ে গিয়েছে। কলেজের প্রিন্সিপালও কোনও দিন কিছু বলেননি। বহিরাগতরা এটা শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রিন্সিপাল আমাদের বোরখা আনতে মানা করেছেন। কিন্তু হিজাবের দাবিতে আমাদের প্রতিবাদ জারি থাকবে।’’ কলেজের দ্বিতীয় বর্ষের বাণিজ্য শাখার ওই ছাত্রী বলেছেন, ‘‘আমার হিন্দু বন্ধুরাও আমার সঙ্গে আছে। আজ সকাল থেকে একের পর এক ফোন পাচ্ছি। আমি আশ্বস্ত।’’

Hijab controversykarnatakaHijab Row

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন