বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) নাম উপরাষ্ট্রপতি পদের জন্য প্রস্তাব করেছে এনডিএ। শনিবার এনডিএ-র তরফে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা এই ঘোষণা করার পরেই ধনখড়কে প্রশংসা ও অভিনন্দন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
নরেন্দ্র মোদী তাঁর টুইটে প্রাক্তন আইনজীবী জগদীপ ধনখড়ের প্রশংসা করে লিখেছেন, ‘আমাদের দেশের সংবিধান বিষয়ে অসাধারণ জ্ঞান রয়েছে শ্রী জগদীপ ধনখড়জির। পরিষদীয় কাজকর্মেও তিনি যথেষ্ট দক্ষ। অতএব আমি নিশ্চিত যে, রাজ্যসভায় তিনি যোগ্য নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়নের স্বার্থে সংসদের উচ্চকক্ষের কাজকর্ম দক্ষতার সঙ্গে সম্পাদনা করবেন।’
State Bank of India:লেন্ডিং রেট বাড়াল স্টেট ব্যাঙ্ক, গুণতে হবে বেশি ইএমআই
প্রধানমন্ত্রীর পাশাপাশি জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। উল্লেখযোগ্য ভাবে তিনি প্রাক্তন রাজনীতিবিদ তথা আইনজীবী জগদীপ ধনখড়কে একজন কৃষক সন্তান হিসেবে উল্লেখ করেছেন। রাজনাথ তাঁর টুইটে লিখেছেন, ‘এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছেন জগদীপ ধনখড়। এজন্য তাঁকে অভিনন্দন। তিনি এক জন কৃষক সন্তান, যাঁর দেশের আইন এবং সংবিধান বিষয়ে অগাধ জ্ঞান। বহু বছর ধরে তিনি জনগণের সেবা করে চলেছেন, তাঁর এই অভিজ্ঞতা দেশকে সমৃদ্ধ করবে।’