বৃহস্পতিবার দেশের করোনা পরিস্থিতি (Covid Situation) নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্টটি আগের ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত বিস্তার করছে। সবসময় সতর্ক থাকতে হবে। কিন্তু অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই।' তিনি আরও বলেন, এই উৎসবের মরশুমে জনগণ ও প্রশাসনের সতর্কতায় যেন কোনরকম ফাঁক না থাকে সেদিকেও দেখা হবে। কনটেনমেন্ট জ়োন বা মাইক্রো কনটেনমেন্ট জোনের ওপর এখন নজর দিতে হবে।
মুখ্যমন্ত্রীদের উদ্দেশে নরেন্দ্র মোদী বলেন, যেকোনও পদক্ষেপ নেওয়ার সময় মাথায় রাখতে হবে সাধারণ মানুষের জীবিকার ন্যূনতম ক্ষতি যেন না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। সেই সঙ্গে বজায় রাখতে হবে অর্থনীতির গতি।