বিজয়া দশমী উপলক্ষ্যে সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাজনৈতিক নেতানেত্রীরা। এক্স হ্যান্ডেল থেকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। তবে ঘড়ির কাঁটার বিচারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে টেক্কা দিয়ে সক্কাল সক্কাল বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার সকাল ৭টা ৪২ মিনিটে অমিত শাহ এক্স হ্যান্ডলে লিখেছেন, 'বিজয়দশমী আমাদের মনে করায় অন্ধকার যতই গাঢ় হোক সত্যের আলোর উন্মোচন হবেই। আশা করি ভগবান রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে।' বিজয়ার শুভেচ্ছাজ্ঞাপনে সুপার হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে তিনিই প্রথম।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঠিক পরেই সকাল ৮টায় বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সকাল ৯টায় দশেরা এবং সকাল ১০টায় দশাইনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সকাল ৮টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স পেজ থেকে বিজয় দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। হিন্দিতে মোদীর বার্তা, 'দেশের সর্বত্র আমার পরিবারের সদস্যদের আমি বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি।'
সকাল ৯টা ৪২ এবং ৯টা ৫০ মিনিটে জোড়া টুইট করে বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে রাজ্যপাল লিখেছেন, 'মা দুর্গা যেন আমাদের যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি দেন।'