ফের শপথের দিন বদল ? সূত্রের খবর, শনিবারের বদলে রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। তাঁর শপথ অনুষ্ঠান হতে পারে রবিবার সন্ধ্যায়। তবে সবটাই নির্ভর করছে শুক্রবার NDA-এর গুরুত্বপূর্ণ বৈঠকের উপরে। বৈঠকের আগেই এবার নতুন দাবি পেশ করল চন্দ্রবাবু নাইডুর তেলগু দেশম পার্টি। বৃহস্পতিবার বিজয়ওয়াড়ায় জয়ী সাংসদদের সঙ্গে বৈঠক করে টিডিপি অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছে। এই পরিস্থিতি বৃহস্পতিবার রাতেই দিল্লিতে তলব করা হয়েছে বাংলার ১২ বিজেপি সাংসদকে। ওই দলে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
যা খবর তাতে, এবার বাংলা থেকে মন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লিতে উপস্থিত হয়েছেন তিনি। নাম উঠে আসছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের। রাজনৈতিক মহলের দাবি, যে ভাবে মন্ত্রিসভা গঠনের আগে শরিকি চাপ বিজেপির উপর শুরু হয়েছে, তাতে বাংলার কতজন এবার মোদীর মন্ত্রীসভায় থাকবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইতিমধ্যেই শরিকদের এই ব্যাপারে বোঝাতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা দায়িত্ব দিয়েছেন দুই বর্ষীয়ান নেতা রাজনাথ সিং এবং অমিত শাহকে। শুক্রবারের বৈঠকের আগে ইতিমধ্যে এই দুই নেতা শরিকদলের সঙ্গে এক রাউন্ড বৈঠকও করেছেন। তবে, সবার নজর শুক্রবারের বৈঠকের দিকে। ওই বৈঠকেই ঠিক হবে প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার কবে শপথ নেবেন নরেন্দ্র মোদী ?