সরকার গঠনের দাবি জানাতে রাষ্ট্রপতি ভবনে গেলেন নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন তিনি। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ভাবে নিজের বক্তব্য জানান।
এদিন নরেন্দ্র মোদী বলেন, "মাননীয় রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। সরকার গড়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাঁকে জানিয়েছি, রবিবার বিকেলে শপথগ্রহণ হলে ভাল হয়। এর মধ্যেই মন্ত্রী তালিকা রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।" গত ১০ বছরের মতো এবারও NDA সরকারে উন্নয়নের গতি বজায় থাকবে বলে আশ্বাস প্রধানমন্ত্রীর।
এদিন সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত বৈঠকে আনুষ্ঠানিক ভাবে NDA-এর সংসদীয় নেতা নির্বাচিত হন। এরপরই লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী ও প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। এরপরই রাইসিনা হিলে যান তিনি।